০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোন ট্র্যাজেডিতে ফেনীতে বিশেষ দোয়া ও প্রার্থনা

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে ফেনীতে ধর্মীয়ভাবে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ফেনী জয়কালী মন্দির, শহরের পাগলা মিয়া তাকিয়া মসজিদ এবং ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে পৃথকভাবে এসব আয়োজন হয়।

ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা আমির মুফতি আবদুল হান্নান। উপস্থিত ছিলেন জামায়াতের জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবির নেতারা এবং বিপুল সংখ্যক মুসল্লি।

এদিকে পাগলা মিয়া তাকিয়া মসজিদে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া। দোয়ায় অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে, ফেনী জয়কালী মন্দিরে ফেনী জয়কালী মন্দির কমিটি, জেলা পূজা ফ্রন্ট ও কল্যাণ ফ্রন্টের আয়োজনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কল্যাণ ফ্রন্টের সভাপতি ভূপাল মজুমদার। আলোচনায় অংশ নেন সিনিয়র আইনজীবী এডভোকেট পার্থ পাল চৌধুরী, বিএনপির নেতা তপন চন্দ্র করসহ অন্যরা।

সব আয়োজনেই বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা চেয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

এভাবে ফেনীজুড়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ শোক প্রকাশ করেছেন এই মর্মান্তিক ঘটনার প্রতি।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মাইলস্টোন ট্র্যাজেডিতে ফেনীতে বিশেষ দোয়া ও প্রার্থনা

আপডেট সময় : ০৯:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে ফেনীতে ধর্মীয়ভাবে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ফেনী জয়কালী মন্দির, শহরের পাগলা মিয়া তাকিয়া মসজিদ এবং ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে পৃথকভাবে এসব আয়োজন হয়।

ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা আমির মুফতি আবদুল হান্নান। উপস্থিত ছিলেন জামায়াতের জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবির নেতারা এবং বিপুল সংখ্যক মুসল্লি।

এদিকে পাগলা মিয়া তাকিয়া মসজিদে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া। দোয়ায় অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে, ফেনী জয়কালী মন্দিরে ফেনী জয়কালী মন্দির কমিটি, জেলা পূজা ফ্রন্ট ও কল্যাণ ফ্রন্টের আয়োজনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কল্যাণ ফ্রন্টের সভাপতি ভূপাল মজুমদার। আলোচনায় অংশ নেন সিনিয়র আইনজীবী এডভোকেট পার্থ পাল চৌধুরী, বিএনপির নেতা তপন চন্দ্র করসহ অন্যরা।

সব আয়োজনেই বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা চেয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

এভাবে ফেনীজুড়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ শোক প্রকাশ করেছেন এই মর্মান্তিক ঘটনার প্রতি।

এমআর/সবা