প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, নীলফামারী জেলা শাখা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা সদরের বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ইমদাদুল হক এবং সঞ্চালনায় ছিলেন জেলা সচিব আজাদুল হক। বক্তব্য রাখেন সদর উপজেলা সভাপতি চঞ্চল চ্যাটার্জী ও উপজেলা সচিব রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল এবং ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করেছে ও সফলতা অর্জন করেছে। অথচ ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি, যা চরম বৈষম্য ও অযৌক্তিক।
মানববন্ধনে বক্তারা ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারিকৃত অবহিতকরণ পত্র বাতিলের দাবি জানান এবং কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এমআর/সবা






















