আজ (২৯ জুলাই) ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে শেষ হয়েছে চার দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের ষষ্ঠ আসর। এতে অংশ নেন ছয় দেশের পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা। ফাইনালে ইরানের সেপার কুয়েতের বাদর আলমাগাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। সেরা বাংলাদেশী পুরুষ খেলোয়াড় হন সেনাবাহিনীর কর্পোরাল শাহাদাৎ হোসেন। নারীদের ফাইনালে মালয়েশিয়ার ভিনিকা সাইনি স্বদেশী ভাটরিকা সাইনিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এই গ্রুপের সেরা বাংলাদেশী নারী খেলোয়াড় হন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের মারজান মনিকা।

ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মুঃ হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিলএর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকর-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। অতিথি ছিলেন চীফ অব জেনারেল স্টাফসহ উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, আরএফএল গ্রুপের এমডিআরএন পাল, ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ নির্বাহী পর্ষদের সদস্য, আরএফএল ও এসিআই গ্রুপের-এর অন্যান্য কর্মকর্তা, অংশগ্রহণকারী দেশী-বিদেশী স্কোয়াশ খেলোয়াড় ও তাদের অভিভাবকরা।
আরকে/সবা

























