০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাহাড়ে উঠতে গিয়ে অলিম্পিক স্বর্ণজয়ীর মর্মান্তিক মৃত্যু

শীতকালীন অলিম্পিকে দুই স্বর্ণজয়ী অ্যাথলেটস লওরা ডালমেইরা পাকিস্তানে পর্বতারোহণে এসে দুর্ঘটনায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩১ বছর। তিনি বাইথলনে দুটি স্বর্ণসহ সাতটি বৈশ্বিক শিরোপা জিতেছেন।

জার্মান এই অ্যাথলেটসের মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, পাকিস্তানের কারাকোরাম পর্বতে চড়ার সময় তিনি নিচে পড়ে মারা গেছেন। তার সঙ্গীদের সূত্রে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, উপর থেকে তার ওপর পাথর এসে পড়ায় তিনি নিয়ন্ত্রণ হারান।

লওতার ইমেজ স্বত্ব নিয়ন্ত্রণ করা প্রতিষ্ঠান থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘হেলিকপ্টার থেকে যে নমুনা পাওয়া গেছে এবং তার সঙ্গীদের বর্ণনা মতে, দুর্ঘটনায় কবলিত হওয়ার পরপরই তার মৃত্যু হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে তার মরদেহ উদ্ধার করাও খুব কঠিন হয়ে পড়েছে।’

সংবাদ মাধ্যম জানিয়েছে, পর্বতারোহণ প্রিয় লওরা নাকি আগেই বলে রেখেছিলেন, তিনি কখনো দুর্ঘটনায় পড়ে মারা গেলে যেন তার মরদেহ উদ্ধার করা না হয়। তার শেষ ইচ্ছে পূরণে তার পরিবার ও আত্মীয়স্বজনও মরদেহ উদ্ধার না করার পক্ষে সমর্থন দিয়েছেন।

উপভোগ করছেন না জানিয়ে লওরা ২০১৯ সালেই অ্যাথলেটস থেকে অবসরের ঘোষণা দেন। এরপর পর্বতারোহণের মতো কঠিন জীবন বেছে নেন। শেষ বিদায়ে তার পরিবারের এক সদস্য জানিয়েছেন, লওরা দেখিয়েছে কীভাবে স্বপ্ন ও লক্ষ্যের পেছনে সৎ থেকে ছুটতে হয়। তার মৃত্যুতে জার্মানির স্পোর্টস কনফেডারেশন শোক জানিয়েছে।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

পাহাড়ে উঠতে গিয়ে অলিম্পিক স্বর্ণজয়ীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

শীতকালীন অলিম্পিকে দুই স্বর্ণজয়ী অ্যাথলেটস লওরা ডালমেইরা পাকিস্তানে পর্বতারোহণে এসে দুর্ঘটনায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩১ বছর। তিনি বাইথলনে দুটি স্বর্ণসহ সাতটি বৈশ্বিক শিরোপা জিতেছেন।

জার্মান এই অ্যাথলেটসের মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, পাকিস্তানের কারাকোরাম পর্বতে চড়ার সময় তিনি নিচে পড়ে মারা গেছেন। তার সঙ্গীদের সূত্রে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, উপর থেকে তার ওপর পাথর এসে পড়ায় তিনি নিয়ন্ত্রণ হারান।

লওতার ইমেজ স্বত্ব নিয়ন্ত্রণ করা প্রতিষ্ঠান থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘হেলিকপ্টার থেকে যে নমুনা পাওয়া গেছে এবং তার সঙ্গীদের বর্ণনা মতে, দুর্ঘটনায় কবলিত হওয়ার পরপরই তার মৃত্যু হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে তার মরদেহ উদ্ধার করাও খুব কঠিন হয়ে পড়েছে।’

সংবাদ মাধ্যম জানিয়েছে, পর্বতারোহণ প্রিয় লওরা নাকি আগেই বলে রেখেছিলেন, তিনি কখনো দুর্ঘটনায় পড়ে মারা গেলে যেন তার মরদেহ উদ্ধার করা না হয়। তার শেষ ইচ্ছে পূরণে তার পরিবার ও আত্মীয়স্বজনও মরদেহ উদ্ধার না করার পক্ষে সমর্থন দিয়েছেন।

উপভোগ করছেন না জানিয়ে লওরা ২০১৯ সালেই অ্যাথলেটস থেকে অবসরের ঘোষণা দেন। এরপর পর্বতারোহণের মতো কঠিন জীবন বেছে নেন। শেষ বিদায়ে তার পরিবারের এক সদস্য জানিয়েছেন, লওরা দেখিয়েছে কীভাবে স্বপ্ন ও লক্ষ্যের পেছনে সৎ থেকে ছুটতে হয়। তার মৃত্যুতে জার্মানির স্পোর্টস কনফেডারেশন শোক জানিয়েছে।

আরকে/সবা