০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাকসুর মনোনয়ন ফরম উত্তোলনের সময়সীমা বাড়ানো হয়েছে; পেছাতে পারে নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমার সময় পাঁচ দিন বাড়ানো হয়েছে; ফলে নির্বাচনের তারিখ পেছানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে নামেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল পৌনে পাঁচটার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। তবে আলোচনা নির্বাচন কমিশনের আলোচনা এখনো চলমান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংশোধিত তফসিল অনুযায়ী ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও তা পাঁচদিন বাড়ানো হয়েছে ফলে ৩১অগাস্ট পর্যন্ত মনোনয়ন ফরম তুলতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়াও নির্বাচন ঘিরে কয়েকটি পরিবর্তন আসছে। সেগুলো হলো- ভোটকেন্দ্র আবাসিক ভবনের পরিবর্তে অ্যাকাডেমিক ভবনে স্থানান্তর, সাইবার সেল গঠন এবং ভোটার তালিকায় ছবি সংযুক্ত করা।
প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ডোপ টেস্টে অধিক সময় লাগাসহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজ সভায় বসেছিলাম। আমাদের সভা এখনো শেষ হয়নি শেষ হলে ভোটগ্রহণের তারিখ জানানো হবে।”
প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটার তালিকায় সংযুক্ত করার বিষয়ে তিনি বলেন, “আমাদের তফসিল ঘোষণার পর এই শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। তাই গঠনতন্ত্র অনুযায়ী তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।”
এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন।
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবে।
এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

রাকসুর মনোনয়ন ফরম উত্তোলনের সময়সীমা বাড়ানো হয়েছে; পেছাতে পারে নির্বাচন

আপডেট সময় : ০৭:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমার সময় পাঁচ দিন বাড়ানো হয়েছে; ফলে নির্বাচনের তারিখ পেছানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে নামেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল পৌনে পাঁচটার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। তবে আলোচনা নির্বাচন কমিশনের আলোচনা এখনো চলমান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংশোধিত তফসিল অনুযায়ী ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও তা পাঁচদিন বাড়ানো হয়েছে ফলে ৩১অগাস্ট পর্যন্ত মনোনয়ন ফরম তুলতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়াও নির্বাচন ঘিরে কয়েকটি পরিবর্তন আসছে। সেগুলো হলো- ভোটকেন্দ্র আবাসিক ভবনের পরিবর্তে অ্যাকাডেমিক ভবনে স্থানান্তর, সাইবার সেল গঠন এবং ভোটার তালিকায় ছবি সংযুক্ত করা।
প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ডোপ টেস্টে অধিক সময় লাগাসহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজ সভায় বসেছিলাম। আমাদের সভা এখনো শেষ হয়নি শেষ হলে ভোটগ্রহণের তারিখ জানানো হবে।”
প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটার তালিকায় সংযুক্ত করার বিষয়ে তিনি বলেন, “আমাদের তফসিল ঘোষণার পর এই শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। তাই গঠনতন্ত্র অনুযায়ী তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।”
এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন।
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবে।
এসএস/সবা