শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র আপিল বিভাগেও স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এ অনুষ্ঠিত তৃতীয় দিনের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে গত ৩ জানুয়ারি দ্বৈত নাগরিকত্বের কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র প্রথমে স্থগিত ও পরে বাতিল ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন ফিরে পেতে গত ৯ জানুয়ারি আপিল করেন ফাহিম চৌধুরী।
কিন্তু আপিল বিভাগের শুনানিতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পারায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র পুনরায় স্থগিত রাখে। কমিশন তাকে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে সংশ্লিষ্ট প্রমাণপত্র দাখিলের জন্য। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র দিতে ব্যর্থ হলে তার মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করা হবে বলে জানিয়েছে ইসি।
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বিএনপির এই প্রার্থী ফোন রিসিভ করেননি।
শু/সবা
























