বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নাতিংঝিরি এলাকায় অমন্তসেন তংচংগ্যা নামে এক টমটম চালক খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম রাজন্ত তংচংগ্যা (২০)।
রোয়াংছড়ি থানা সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই আসামীকে ধরতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
সাবেক ইউপি মেম্বার গান্দিলাল তংচংগ্যা জানান, এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকতে পারে। পুলিশ ঘটনার পেছনের উদ্দেশ্য ও অন্য কেউ সম্পৃক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে। গ্রেফতারকৃতকে কোর্টে পাঠানো হয়েছে।
এমআর/সবা

























