নতুন বছরের প্রথম দিনেই রংপুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন শ্রেণির জন্য পাঠ্যবই বিতরণ করেন।
রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার অন্যান্য বিদ্যালয়ে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বই গ্রহণ করে। প্রাথমিক স্তরের ১৯ লক্ষ ৭৯ হাজার ২৯৮টি বই, প্রাক-প্রাথমিক ৬৬ হাজার ৪৭৪টি এবং ইংরেজি ভার্সনের ৪ হাজার বইসহ শিক্ষার্থীদের সব চাহিদা পূরণ হয়েছে। তবে মাধ্যমিক, ভোকেশনাল ও ইবতেদায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৪৬ লক্ষের চাহিদার মধ্যে প্রাপ্ত বই প্রায় ৩৭ লক্ষ।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, “প্রাথমিক শিক্ষার্থীরা প্রথম দিনেই বই পেয়েছে, যার ফলে তারা নির্ধারিত সময়ে সিলেবাস অনুযায়ী পাঠক্রম শুরু করতে পারবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”
শু/সবা






















