সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই নেতার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবরীর স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীতাকুণ্ড উপজেলা বিএনপি আহ্বায়ক ডা. কমল কদর এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বচ্ছো সাবেক দলের সাবেক সভাপতি মো. মোরছালনের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
একই সঙ্গে তাদের দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ এবং সব ধরনের সাংগঠনিক স্বীকৃতি পূর্ণবহাল করা হয়েছে। সংশ্লিষ্ট নেতাদের আবেদন ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
ডা. কমল কদর ও মো. মোরছালনী জানান, “আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দলের দায়িত্বরত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি সীতাকুণ্ডের গণমানুষের কাছে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
শু/সবা


























