রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) লালমনিরহাট জোনে মোঃ খাইরুল ইসলামকে জোনাল ব্যবস্থাপক হিসেবে পুনরায় পদায়নের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের সার্কিট হাউস রোডস্থ রাকাব জোনাল কার্যালয় প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি হয়। এতে লালমনিরহাট জোনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহুল বিতর্কিত খাইরুল ইসলামকে দ্বিতীয়বারের মতো লালমনিরহাট জোনে পদায়ন করায় কর্মকর্তা-কর্মচারীরা ক্ষোভ ও আশঙ্কায় ফেটে পড়েন। অভিযোগ রয়েছে, এর আগেও তিনি বীমা কমিশন, পছন্দসই পদায়ন ও আর্থিক অনিয়মে জড়িত ছিলেন। এছাড়া দায়িত্ব পালনের সময় ৯৩ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যাখ্যা তলব করেন, যা হয়রানি হিসেবে বিবেচিত হয়।
এছাড়া রংপুর ও নীলফামারী জেলায় কর্মরত কর্মকর্তাদের আন্দোলনের মুখে খাইরুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল বলেও উল্লেখ করা হয়। বক্তারা তাকে লালমনিরহাট জোনেও অবাঞ্ছিত ঘোষণা করে অবিলম্বে পদায়ন বাতিলের দাবি জানান।
এমআর/সবা






















