০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীকে কুমিল্লা নয়, চট্টগ্রাম বিভাগে রাখার দাবি: আন্দোলনের হুঁশিয়ারি

ফেনী জেলাকে কুমিল্লা নয়, চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উদ্যোগী ছিল স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ফেনীবাসী।

সমাবেশে বক্তারা বলেন, ইতিহাস, ঐতিহ্য ও ভুগৌলিক অবস্থার দিক বিবেচনা করলে ফেনী জেলা স্বাধীন বিভাগ হিসেবে সক্ষম। যদি সরকার ফেনীকে চট্টগ্রাম বিভাগে না রাখে এবং বিতর্কিত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে ফেনীবাসী কঠোর আন্দোলনে যাবে। তারা স্পষ্ট জানিয়েছেন, কোনভাবেই ফেনী কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত হতে চায় না।

সমাবেশে সভাপতিত্ব করেন আমরা ফেনীবাসীর সভাপতি ইয়াকুব নবী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক একরামুল হক। বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী, এবিপার্টির সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ইসলামি আন্দোলনের উপদেষ্টা মাও. নুরুল করিম, আমরা ফেনীবাসীর সাবেক সভাপতি হাফেজ মাও. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন, ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস. এম কায়সার এলিন, ফেনী জেলা গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন, ফেনীর প্রত্যয়ের সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ফেনী ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইউছুফ বাপ্পি, ছাত্র সমন্বয়ক মোহাইমিন তাজিম ও ওমর ফারুক শুভ।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ আমরা ফেনীবাসী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

ফেনীকে কুমিল্লা নয়, চট্টগ্রাম বিভাগে রাখার দাবি: আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৬:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ফেনী জেলাকে কুমিল্লা নয়, চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উদ্যোগী ছিল স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ফেনীবাসী।

সমাবেশে বক্তারা বলেন, ইতিহাস, ঐতিহ্য ও ভুগৌলিক অবস্থার দিক বিবেচনা করলে ফেনী জেলা স্বাধীন বিভাগ হিসেবে সক্ষম। যদি সরকার ফেনীকে চট্টগ্রাম বিভাগে না রাখে এবং বিতর্কিত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে ফেনীবাসী কঠোর আন্দোলনে যাবে। তারা স্পষ্ট জানিয়েছেন, কোনভাবেই ফেনী কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত হতে চায় না।

সমাবেশে সভাপতিত্ব করেন আমরা ফেনীবাসীর সভাপতি ইয়াকুব নবী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক একরামুল হক। বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী, এবিপার্টির সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ইসলামি আন্দোলনের উপদেষ্টা মাও. নুরুল করিম, আমরা ফেনীবাসীর সাবেক সভাপতি হাফেজ মাও. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন, ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস. এম কায়সার এলিন, ফেনী জেলা গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন, ফেনীর প্রত্যয়ের সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ফেনী ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইউছুফ বাপ্পি, ছাত্র সমন্বয়ক মোহাইমিন তাজিম ও ওমর ফারুক শুভ।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ আমরা ফেনীবাসী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর/সবা