০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে মনোনয়ন বঞ্চিত বিএনপির তিন নেতা

আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক চেয়েছিলেন বরিশালে বিএনপির তিন হেভিওয়েট নেতা। নানা তদবির ও চেষ্টার পরও দলীয় মনোনয়ন পাননি তারা। এবার তারা দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে স্থান পেয়েছেন। এতে তাদের অনুসারীরাও বেশ উচ্ছ্বসিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান ও দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে সদস্য সচিব করে ৪১ সদস্যের এ কমিটি গঠন করা হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি প্রকাশ করা হয়।

ওই কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ও দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে। কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে অপর মনোনয়ন বঞ্চিত নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালকে। তিনি বরিশাল-৫ সদর আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

এছাড়া নির্বাচন পরিচালনা কমিটিতে অন্যতম সদস্য করা হয়েছে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম স্বজলকে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

রাবিতে ৪র্থ তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৬ ও ইনডোর গেমসের পুরস্কার প্রদান

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে মনোনয়ন বঞ্চিত বিএনপির তিন নেতা

আপডেট সময় : ১০:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক চেয়েছিলেন বরিশালে বিএনপির তিন হেভিওয়েট নেতা। নানা তদবির ও চেষ্টার পরও দলীয় মনোনয়ন পাননি তারা। এবার তারা দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে স্থান পেয়েছেন। এতে তাদের অনুসারীরাও বেশ উচ্ছ্বসিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান ও দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে সদস্য সচিব করে ৪১ সদস্যের এ কমিটি গঠন করা হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি প্রকাশ করা হয়।

ওই কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ও দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে। কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে অপর মনোনয়ন বঞ্চিত নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালকে। তিনি বরিশাল-৫ সদর আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

এছাড়া নির্বাচন পরিচালনা কমিটিতে অন্যতম সদস্য করা হয়েছে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম স্বজলকে।

এমআর/সবা