জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের মনোনীত সংসদ প্রার্থী হাসনাত হাসনাত আবদুল্লাহ শুক্রবার দেবিদ্বারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে দৃঢ়ভাবে বলেছেন, গত ১৪ মাসে তিনি একটুও দুর্নীতি করেননি। তিনি আল্লাহকে সাক্ষী দিয়ে জানান, সারা বাংলাদেশে কেউ প্রমাণ করতে পারবে না যে তিনি কোনো ব্যক্তির পকেট থেকে অবৈধভাবে অর্থ নিয়েছেন।
হাসনাত বলেন, যারা অতীতে কেন্দ্র দখল করেছে বা ভবিষ্যতে দখলের চেষ্টা করছে, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তিনি জনগণের ভোটাধিকার রক্ষার বিষয়েও সতর্ক করে বলেন, কেউ নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করলে এনসিপি শক্ত অবস্থানে থাকবে। এছাড়া দেবিদ্বারের উন্নয়নের টাকা লুট করে ব্যাংক ঋণ শোধ করার পরিকল্পনা করাদেরকেও তিনি হুঁশিয়ার করেন।
তিনি আরও বলেন, সংস্কার ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং জোটের নেতৃত্বে বিজয়ী হয়ে সরকার গঠন করতে হবে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সাহস, ধৈর্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই থেকে ভবিষ্যতের রাজনীতির শিক্ষা নেওয়া হবে বলে মন্তব্য করেন হাসনাত।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহিদ, এবং সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ও এনসিপির বিভিন্ন নেতা ও সমন্বয়করা।
শু/সবা




















