নাটোরের সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলীর অর্থায়নে, তারেক রহমানের শুভেচ্ছা উপহার হিসেবে স্থানীয় ১১টি পূজা মন্ডপে অনুদানের অর্থ বিতরণ করা হয়।
মঙ্গলবার সিংড়া পৌর এলাকায় এই অর্থ বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ইব্রাহিম খলিল ফটিক। অনুদান বিতরণের সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আ: ওহাব, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক পান্না সরকার, জিএ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মিল্টন আলী সহ অন্যান্য রাজনৈতিক ও স্থানীয় নেতারা।
অনুষ্ঠান চলাকালীন এলাকার ধর্মীয় নেতা ও সাধারণ জনগণও উপস্থিত থেকে উৎসবের আনন্দে অংশগ্রহণ করেন। উপস্থিতরা এই সহায়তাকে স্থানীয় পূজা উদযাপনকে উৎসাহিত এবং সম্প্রদায়ের ঐক্যবদ্ধ চিত্র হিসেবে বর্ণনা করেছেন।
এমআর/সবা




















