খাগড়াছড়িতে শিক্ষক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত। সোমবার (২০ অক্টোবর) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি শাখা’র আয়োজনে শিক্ষক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সমন্বয়ক ও সহ-সভাপতি আশা প্রিয় ত্রিপুরার সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সম্মেলনে উদ্বোধক করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি’র সাধারন সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ ভুঞা, নির্বাহী সভাপতি জুলফিকার আলী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“শিক্ষক সমাজই জাতির মেরুদণ্ড। প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলি গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
অন্যান্য অতিথিরা বলেন,
“শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি চালু থাকলে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে।
সম্মেলনে শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ, এবং পাঠদানের মানোন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
সম্মেলনে জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মালেক মিন্টু, মো. মোবারক হোসেন৷ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মেলনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ছিলেন।
এমআর/সবা





















