খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আসামিসহ ১১টি ভারতীয় গরু ও চোরাচালানে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেসিও-৯৯৫২ নাঃ সুবেঃ মো. আবুল হাসান শেখের নেতৃত্বে একটি ‘বি’ টাইপ টহল দল লোগাং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে হাতিমারা পাড়া এলাকার উত্তর সেগুন বাগান এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে একটি ভারতীয় মাঝারি আকৃতির গাভী ও ১০টি ষাড় গরু, একটি BAOFENG ওয়াকিটকি সেট, তিনটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, চোরাচালানে ব্যবহৃত দা ও ছুরি এবং একটি টর্চলাইট জব্দ করা হয়।
আটককৃত গরু ও মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ সময় রন্তু চাকমা (৩৩) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। তিনি পানছড়ি উপজেলার শিবচরন কারবারী পাড়া এলাকার বাসিন্দা।
পানছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. রবিউল ইসলাম জানান, আটককৃত আসামি, ভারতীয় গরু ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা বলছেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান প্রশংসনীয়।
এমআর/সবা




















