ঝিনাইদহ প্রতিনিধি
এ বছর কোটচাঁদপুরে ৪৫ টি মন্ডপে উদযাপন করা হবে শারদীয় দূর্গা উৎসব। মন্ডপগুলোর সাজসজ্জার কাজ প্রায় শেষের দিকে। নিরাপত্তায় পাহারা চলছে মন্ডপে মন্ডপে। তবে এখনো পর্যন্ত কোন ঝুঁকি মনে করছেন না বলে জানিয়েছেন, মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল- মামুন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,এ বছর কোটচাঁদপুরে ৪৫ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দূর্গা উৎসব। তবে গত বছরের থেকে এ বছর ১ টি পূজা কম হচ্ছে এ উপজেলায়।
মন্ডপের সাজসজ্জার কাজ প্রায় শেষের দিকে। অন্যদিকে নিরাপত্তা রক্ষায় স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যে মন্ডপে বসিয়েছেন পাহারা। সাথে রয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ ছাড়া পুলিশের নজরদারী রয়েছে সার্বক্ষনিক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটচাঁদপুর শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায় সংবাদ মাধ্যম কে জানান ,গত বছর থেকে এ বছর একটি পূজা কম হচ্ছে।
গত বছর ৪৬ টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা পূজা হয়েছিল। এ বছর ৪৫ টিতে অনুষ্ঠিত হবে। একটা মন্ডপে জায়গা নিয়ে সমস্যার কারনে হচ্ছে না।
তিনি বলেন, এ বছর পৌর সভায় ২০ টি আর ইউনিয়ন পর্যায় ২৫ টি মন্ডপে এ পূজা অনুষ্ঠিত হবে। পূজার প্রস্তুতি কেমন,এবং নিরাপত্তা নিয়ে কি ভাবছেন,এমন প্রশ্নে তিনি বলেন,সবগুলো পূজা মন্ডপের অবস্থায় ভাল। এরপরও আমরা গত এক সপ্তাহ ধরে স্বেচ্ছাসেবকদের দিয়ে পাহারা বসিয়েছি।
আগামী ২০ অক্টোবর শারদীয়া দূর্গা পূজার ষষ্ঠীর মাধ্যমে শুরু হচ্ছে মহা উৎসব।
পুজা মন্ডবের নিরাপত্তা নিয়ে কথা হয়,
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল-মামুন এর সঙ্গে তিনি বলেন,নিঃছিদ্র নিরাপত্তার স্বার্থে গত এক সপ্তাহ যাবৎ পূজা মন্ডল গুলোতে পাহারা বসানো হয়েছে। এর দায়িত্বে রয়েছেন,স্ব স্ব মন্দির কমিটির স্বেচ্ছাসেবক। এ ছাড়া রয়েছে গ্রাম পুলিশ। আর আমরা তদারকিতে আছি সার্বক্ষনিকভাবে।


























