০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ধর্মীয় ভাবগাম্ভীর্যে বৌদ্ধদের মিলনমেলা

হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে ৬৩তম কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৬৩তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব–২০২৫।

দায়ক-দায়িকার উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় মহোৎসবে অনুষ্ঠিত হয় বৌদ্ধ ভিক্ষু ভান্তেদের প্রতি কঠিন চীবর দান, অন্ন দান, বুদ্ধ পূজা, ধর্ম আলোচনা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা। শনিবার সকালে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রায় তিন থেকে চার শতাধিক ধর্মপ্রাণ পুণ্যার্থী অংশ নেন। সারাদিনব্যাপী বৌদ্ধদের প্রার্থনা, ধর্মোপদেশ ও ভান্তেদের উপদেশে পুরো এলাকা ছিল পুণ্যময় ও শান্ত পরিবেশে পরিপূর্ণ।

অনুষ্ঠান চলাকালীন সময় সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। নিরাপত্তার স্বার্থে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল এলাকায় টহল পরিচালনা করে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ সময় কাপ্তাই জোনের পক্ষ থেকে মেজর মোঃ তানভীর হাসান সিফাত, ক্যাম্প কমান্ডার, বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প, অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। তিনি আয়োজক কমিটি, দায়ক-দায়িকা ও স্থানীয় ধর্মপ্রাণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বলেন—“বৌদ্ধ সম্প্রদায়ের এই কঠিন চীবর দান উৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মনে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। এমন আয়োজন সমাজে ঐক্য ও মানবতার বন্ধনকে আরও দৃঢ় করে।”

ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, “প্রতিবছরের মতো এবারও স্থানীয় জনগণ ও প্রশাসনের সহযোগিতায় আমরা সফলভাবে এই দানোত্তম চীবর দান অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। ধর্মীয় চেতনা ও মৈত্রীর আলো যেন সকল মানুষের মনে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়—এটাই আমাদের কামনা।”

দিনশেষে পুণ্যার্থীদের মাঝে অন্নদান, ধর্মীয় উপদেশ ও প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

৬৩তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব–২০২৫ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়, যা রাজস্থলী উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এক অনন্য ধর্মীয় ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে বৌদ্ধদের মিলনমেলা

হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে ৬৩তম কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

আপডেট সময় : ০৪:২১:৩২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৬৩তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব–২০২৫।

দায়ক-দায়িকার উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় মহোৎসবে অনুষ্ঠিত হয় বৌদ্ধ ভিক্ষু ভান্তেদের প্রতি কঠিন চীবর দান, অন্ন দান, বুদ্ধ পূজা, ধর্ম আলোচনা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা। শনিবার সকালে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রায় তিন থেকে চার শতাধিক ধর্মপ্রাণ পুণ্যার্থী অংশ নেন। সারাদিনব্যাপী বৌদ্ধদের প্রার্থনা, ধর্মোপদেশ ও ভান্তেদের উপদেশে পুরো এলাকা ছিল পুণ্যময় ও শান্ত পরিবেশে পরিপূর্ণ।

অনুষ্ঠান চলাকালীন সময় সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। নিরাপত্তার স্বার্থে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল এলাকায় টহল পরিচালনা করে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ সময় কাপ্তাই জোনের পক্ষ থেকে মেজর মোঃ তানভীর হাসান সিফাত, ক্যাম্প কমান্ডার, বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প, অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। তিনি আয়োজক কমিটি, দায়ক-দায়িকা ও স্থানীয় ধর্মপ্রাণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বলেন—“বৌদ্ধ সম্প্রদায়ের এই কঠিন চীবর দান উৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মনে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। এমন আয়োজন সমাজে ঐক্য ও মানবতার বন্ধনকে আরও দৃঢ় করে।”

ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, “প্রতিবছরের মতো এবারও স্থানীয় জনগণ ও প্রশাসনের সহযোগিতায় আমরা সফলভাবে এই দানোত্তম চীবর দান অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। ধর্মীয় চেতনা ও মৈত্রীর আলো যেন সকল মানুষের মনে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়—এটাই আমাদের কামনা।”

দিনশেষে পুণ্যার্থীদের মাঝে অন্নদান, ধর্মীয় উপদেশ ও প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

৬৩তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব–২০২৫ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়, যা রাজস্থলী উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এক অনন্য ধর্মীয় ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে।

এমআর/সবা