ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এ দোয়ার আয়োজন করেন। এতে বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন এবং খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খান আজহারী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউট্যাব সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আলীনূর রহমানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তারা। এছাড়া ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ শতাধিক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “পুরো দেশ আজ বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন। আমরা প্রতিদিন তার জন্য দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দোয়ার আয়োজন করেছে, ইতোপূর্বে প্রশাসন ও শিক্ষক সমাজও দোয়া করেছে। সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা নিজেদের মতো করেও তার জন্য দোয়া করবেন। ইমাম সাহেবকেও অনুরোধ করবো প্রতি ওয়াক্ত নামাজের পর দোয়া করার জন্য।”
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন ৮০ বছর বয়সি বেগম খালেদা জিয়া। হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন তিনি। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং এরপর থেকেই দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।


























