দিনাজপুর ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠিত ছাত্র–যুব–নাগরিক সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ—কারও জন্যই ছাড় নেই। জনগণের প্রত্যাশা পূরণে আমাদের আন্দোলন চলবে।”
তিনি বলেন, দীর্ঘদিনের দুঃশাসন, স্বৈরাচার ও রাজনৈতিক দমন–পীড়নের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামই ২০২৪ সালের গণআন্দোলনকে সফল করেছে। “জনগণের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে, দেশে আর কখনো ফ্যাসিবাদ মাথা তুলতে পারবে না,”—বলেন শিবির সভাপতি।
জাহিদুল ইসলাম আরও বলেন, দেশ আজ একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য, আইন–শৃঙ্খলা ও অর্থনীতিসহ সবক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার। একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, যোগ্য, বিশ্বাসযোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। “যে নেতৃত্ব জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে, তারাই ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে”—যোগ করেন তিনি।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াত আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ গণআন্দোলনের কোনো বিকল্প নেই। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাঈনুল আলম। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের শক্তি হলো সাধারণ জনগণ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা ও মহানগর জামায়াত, শিবির এবং বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও চারিত্রিক উৎকর্ষের পথে এগিয়ে নিতে হবে, তবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলে দলে ছাত্র, যুবক, পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশস্থল স্লোগান, ব্যানার ও পরিবর্তনের আহ্বানে মুখরিত হয়ে ওঠে।


























