ভারতে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে অভূতপূর্ব সাফল্য পেয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ঢাকার বিমানবন্দরে নামতেই দলের খেলোয়াড়দের উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। সাবেক খেলোয়াড় থেকে শুরু করে হকি কর্মকর্তারা সবাই তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এটি প্রথমবারের মতো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জার ট্রফি জয়, যা দেশের হকি ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করেছে। দলটি অংশগ্রহণকারী দেশগুলোর মনোযোগ আকর্ষণ করেছে। সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলাম বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “আমাদের লক্ষ্য পূরণ করেছি। যদি খেলাটি নিয়মিত হয়, আমাদের পারফরম্যান্স আরও শক্ত হবে। আমরা লিগের উপর জোর দেবো, কারণ তা ছাড়া বিকল্প নেই। বিদেশি প্লেয়ারদের সঙ্গে খেলার মাধ্যমে আমাদের খেলার মান বৃদ্ধি পাবে।”
বাংলাদেশ দলের ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যান বলেন, “ছেলেরা অসাধারণ খেলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা পুরোপুরি দল হিসেবে খেলেছে। কেউ নিজের জন্য খেলেনি, সবাই দলকে এগিয়ে নিয়েছে। ইনজেক্টর, স্টপার, ফ্লিকার—সবাই সমানভাবে অবদান রেখেছে। এটা এক খেলোয়াড়ের নয়, পুরো দলের কৃতিত্ব।”
ডাচ কোচ আরও বলেন, “দলটি শুধু চ্যালেঞ্জার কাপ জেতেনি, পুরো বিশ্বকে চমকে দিয়েছে। টুর্নামেন্টে থাকা সব দলই বাংলাদেশের কথা বলছিল। অন্য দেশগুলো এখন জানতে চাচ্ছে, আমাদের খেলোয়াড়রা কীভাবে এমন সাফল্য অর্জন করেছে। এটি বাংলাদেশের হকিতে নতুন অধ্যায়।”
এবারের সাফল্য দেশের হকি খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার মান বৃদ্ধিতে সহায়ক হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এমআর/সবা

























