১২:০১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে মালেক উকিল হলের নাম বদলে ‘শহীদ ওসমান হাদি হল’

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ ঘোষণা করেছেন। শনিবার দুপুরে হলের সামনে নতুন নামসংবলিত ব্যানার টাঙানো হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগের রাতে বিক্ষোভ মিছিলও করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়–সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে হলের নাম পরিবর্তনের দাবি সমর্থন পায়।

ওশোনোগ্রাফি বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন, “বীর শহীদ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের এক অমর সৈনিক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইছেন, তার নামে একটি হলের নামকরণ হোক।”

আরেক শিক্ষার্থী আল মাহমুদ বলেন, “দীর্ঘদিন ধরেই মালেক হলের নাম পরিবর্তনের দাবি ছিল। শহীদ উসমান হাদীর নামকরণ ভারতের আগ্রাসনবিরোধী ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে সকল শিক্ষার্থীর মনে থাকবে। তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সবাই প্রেরণা পাবে।”

হল প্রোভোস্ট তসলিম মাহমুদ জানান, “এখনো শিক্ষার্থীদের পক্ষ থেকে ফরমাল আবেদন আসেনি। আবেদন এলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ সিদ্ধান্ত নেবে।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে মালেক উকিল হলের নাম বদলে ‘শহীদ ওসমান হাদি হল’

আপডেট সময় : ০৫:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ ঘোষণা করেছেন। শনিবার দুপুরে হলের সামনে নতুন নামসংবলিত ব্যানার টাঙানো হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগের রাতে বিক্ষোভ মিছিলও করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়–সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে হলের নাম পরিবর্তনের দাবি সমর্থন পায়।

ওশোনোগ্রাফি বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন, “বীর শহীদ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের এক অমর সৈনিক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইছেন, তার নামে একটি হলের নামকরণ হোক।”

আরেক শিক্ষার্থী আল মাহমুদ বলেন, “দীর্ঘদিন ধরেই মালেক হলের নাম পরিবর্তনের দাবি ছিল। শহীদ উসমান হাদীর নামকরণ ভারতের আগ্রাসনবিরোধী ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে সকল শিক্ষার্থীর মনে থাকবে। তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সবাই প্রেরণা পাবে।”

হল প্রোভোস্ট তসলিম মাহমুদ জানান, “এখনো শিক্ষার্থীদের পক্ষ থেকে ফরমাল আবেদন আসেনি। আবেদন এলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ সিদ্ধান্ত নেবে।”

এমআর/সবা