কক্সবাজার-৩ ( সদর-রামু-ঈদগাঁও) আসনে বিএনপি মনোনীত একক প্রার্থী জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। জেলা প্রশাসক আব্দুল মান্নানের হাত থেকে ২২ ডিসেম্বর সোমবার আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম গ্রহণ করা হয়।
নির্বাচনী আচরণবিধি সম্পূর্ণ অনুসরণ করে সীমিত সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ, রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এডভোকেট আব্দুল কাইয়ুম।






















