সমাজে বিদ্যমান ক্ষতিকর সামাজিক প্রথা দূরীকরণ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি নেতাদের কার্যকর ভূমিকা জোরদার করার লক্ষ্যে কুড়িগ্রামে এক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় এসওএস চিলড্রেনস ভিলেজেস-এর উদ্যোগে এসওএস কুড়িগ্রাম হলরুমে এ সেশন অনুষ্ঠিত হয়।
সেশনে লিঙ্গ সংবেদনশীলতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় সমাজে প্রচলিত ক্ষতিকর সামাজিক চর্চা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সচেতন ও শক্তিশালী সামাজিক প্রতিষ্ঠান গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গ সমতা অর্জন, বৈষম্য হ্রাস এবং শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বিভিন্ন দিক বিশেষভাবে গুরুত্ব পায়।
সচেতনতামূলক এ সেশনে পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির অংশগ্রহণকারীরা অংশ নেন। অনুষ্ঠানে এসওএস কর্মসূচি সমন্বয়কারী কর্মকর্তা মকলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজারহাট সদর প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম এবং চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে কর্মসূচি সমন্বয়কারী মকলেছুর রহমান প্রজেক্টরের মাধ্যমে এসওএস-এর চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম কমিউনিটি পর্যায়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির পাশাপাশি নারী ও শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন এসওএস-এর কর্মকর্তা রিয়াজ উদ্দিন ও ফাহমিদা হামিদ, স্বেচ্ছাসেবক রাশেদ, রফিকুল, তাজমিনসহ অন্যান্যরা।






















