মৌলভীবাজারের কমলগঞ্জ থানার উদ্যোগে মাধবপুর ইউনিয়নের ৮ নং বিট এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধ এবং মাদক, জুয়া, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন নির্মূল সংক্রান্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মাধবপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা। সাংবাদিক নির্মল এস পলাশ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, মাধবপুর বিট অফিসার এসআই আল আছাদ, ইউপি সদস্য মোতাহের আলি, নারায়ণ রাজভর, মকবুল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুজব বা অনির্ভরযোগ্য তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়া মাদক, জুয়া, চুরি-ডাকাতিসহ সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন ও এলাকার সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
গোলাম মোস্তফা বলেন, গ্রামে জমি-জমা ও নারী সংক্রান্ত বিরোধ থেকে বড় ধরনের সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটতে পারে। নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করা ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা জরুরি। তিনি আরও জানান, মাদক ও অপরাধ সংক্রান্ত যে কোনো তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
এলাকাবাসী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
























