সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি, পুষ্টির চাহিদা নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে দিনাজপুরের বিরামপুর উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ হাজার ৯৭৬ জন শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজলার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা।
এ উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষক আলী কবির রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, বাস্তবায়নকারী সংস্থা ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজশন (ইএসডিও) এর দিনাজপুর জোনাল ম্যানজার হাসান আলী, উপজলা কা-অর্ডিনেটর আশরাফুল আলম, উপজলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ প্রমূখ। শিশু শিক্ষার্থীরা প্রথম দিনের ফিডিংয়ে বনরুটি ও ডিম পেয়ে উচ্ছসিত আনন্দ প্রকাশ করেছে।
বাস্তবায়নকারী সংস্থা ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীকে রবিবার বনরুটি ও ডিম, সোমবার বনরুটি, মঙ্গলবার কলা, বুধ ও বৃহস্পতিবার বনরুটি ও ডিম প্রদান করা হবে।
শু/সবা
























