সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় শীতবস্ত্র হিসেবে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মাদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আব্দুল কাদের তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন সরকার ও সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শু/সবা




















