০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা–৯ এ ফুটবল প্রতীক ডা. তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া স্বাস্থ্য সচেতনতামূলক কন্টেন্ট ক্রিয়েটর ও সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা তার নির্বাচনী প্রতীক পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেন ডা. তাসনিম জারা। পোস্টে তিনি লেখেন,
“সকল বাধা পেরিয়ে ফুটবল প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি!”
এ সময় তিনি প্রতীক বরাদ্দের একটি ছবিও শেয়ার করেন।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পাওয়ার জন্য আবেদন করার কথা জানিয়েছিলেন তিনি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন (ইসি) তাকে এই প্রতীক বরাদ্দ দেয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীরা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

উল্লেখ্য, ডা. তাসনিম জারা আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির সম্ভাব্য জোট গঠন নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে তিনি দলটি ছাড়েন।

 

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ঢাকা–৯ এ ফুটবল প্রতীক ডা. তাসনিম জারা

আপডেট সময় : ০৩:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া স্বাস্থ্য সচেতনতামূলক কন্টেন্ট ক্রিয়েটর ও সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা তার নির্বাচনী প্রতীক পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেন ডা. তাসনিম জারা। পোস্টে তিনি লেখেন,
“সকল বাধা পেরিয়ে ফুটবল প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি!”
এ সময় তিনি প্রতীক বরাদ্দের একটি ছবিও শেয়ার করেন।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পাওয়ার জন্য আবেদন করার কথা জানিয়েছিলেন তিনি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন (ইসি) তাকে এই প্রতীক বরাদ্দ দেয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীরা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

উল্লেখ্য, ডা. তাসনিম জারা আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির সম্ভাব্য জোট গঠন নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে তিনি দলটি ছাড়েন।

 

শু/সবা