১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া বিচ্ছিন্ন ঘটনা, বলল আইসিসি

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সূত্র ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে শুরু হয়েছিল অনিশ্চয়তা। নিরাপত্তা শঙ্কায় তারা দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে ভারতে বাংলাদেশের কোনো নিরাপত্তা ঝুঁকি খুঁজে পায়নি আইসিসি। তাদের মতে, মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া ছিল বিচ্ছিন্ন ঘটনা।

বাংলাদেশি পেসারকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে বাদ দেওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ বিসিসিআই না জানায়নি। তবে অপ্রকাশিত কারণ ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরোধিতা। তারা মুস্তাফিজকে আইপিএলে মাঠে নামালে সহিংসতার হুমকি দিয়েছিল। সেজন্যই তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এমন সিদ্ধান্তের বিরোধিতা করে বাংলাদেশ সরকারের সঙ্গে সুর মিলিয়ে বিসিবিও তাদের দল ভারতে না পাঠানোর ঘোষণা দেয়। যেখানে বাংলাদেশের একজন খেলোয়াড়ের নিরাপত্তা দিতে ভারত সরকার অপারগ, সেখানে বাংলাদেশের পুরো দল, অফিসিয়াল, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা কীভাবে দেওয়া হবে- সেই শঙ্কা প্রকাশ করে তারা। কিন্তু মুস্তাফিজের ঘটনার সঙ্গে বিশ্বকাপের নিরাপত্তা শঙ্কার যোগসূত্র পায়নি আইসিসি। অংশগ্রহণকারী ২০ দলের কেউই ভারতে নিরাপত্তা ঝুঁকিতে নেই বলে বিবৃতি দিয়েছে তারা।

আজ (বুধবার) ভিডিও কনফারেন্সে বাংলাদেশসহ ১৬টি পূর্ণ সদস্য দেশের পরিচালকদের সঙ্গে সভা করে আইসিসি। সেখানে বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে তাদের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির পক্ষে কেবল পাকিস্তান ভোট দিয়েছে। অন্য সবাই ছিল তাদের অবস্থানের বিরুদ্ধে। এমন অবস্থায় আইসিসি সিদ্ধান্ত নিয়েছে- হয় বাংলাদেশকে ভারতেই খেলতে হবে নয়তো স্কটল্যান্ড পরবর্তী সর্বোচ্চ র‌্যাংকিংধারী হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

জনপ্রিয় সংবাদ

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া বিচ্ছিন্ন ঘটনা, বলল আইসিসি

আপডেট সময় : ০৯:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সূত্র ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে শুরু হয়েছিল অনিশ্চয়তা। নিরাপত্তা শঙ্কায় তারা দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে ভারতে বাংলাদেশের কোনো নিরাপত্তা ঝুঁকি খুঁজে পায়নি আইসিসি। তাদের মতে, মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া ছিল বিচ্ছিন্ন ঘটনা।

বাংলাদেশি পেসারকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে বাদ দেওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ বিসিসিআই না জানায়নি। তবে অপ্রকাশিত কারণ ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরোধিতা। তারা মুস্তাফিজকে আইপিএলে মাঠে নামালে সহিংসতার হুমকি দিয়েছিল। সেজন্যই তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এমন সিদ্ধান্তের বিরোধিতা করে বাংলাদেশ সরকারের সঙ্গে সুর মিলিয়ে বিসিবিও তাদের দল ভারতে না পাঠানোর ঘোষণা দেয়। যেখানে বাংলাদেশের একজন খেলোয়াড়ের নিরাপত্তা দিতে ভারত সরকার অপারগ, সেখানে বাংলাদেশের পুরো দল, অফিসিয়াল, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা কীভাবে দেওয়া হবে- সেই শঙ্কা প্রকাশ করে তারা। কিন্তু মুস্তাফিজের ঘটনার সঙ্গে বিশ্বকাপের নিরাপত্তা শঙ্কার যোগসূত্র পায়নি আইসিসি। অংশগ্রহণকারী ২০ দলের কেউই ভারতে নিরাপত্তা ঝুঁকিতে নেই বলে বিবৃতি দিয়েছে তারা।

আজ (বুধবার) ভিডিও কনফারেন্সে বাংলাদেশসহ ১৬টি পূর্ণ সদস্য দেশের পরিচালকদের সঙ্গে সভা করে আইসিসি। সেখানে বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে তাদের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির পক্ষে কেবল পাকিস্তান ভোট দিয়েছে। অন্য সবাই ছিল তাদের অবস্থানের বিরুদ্ধে। এমন অবস্থায় আইসিসি সিদ্ধান্ত নিয়েছে- হয় বাংলাদেশকে ভারতেই খেলতে হবে নয়তো স্কটল্যান্ড পরবর্তী সর্বোচ্চ র‌্যাংকিংধারী হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।