মিরসরাইয়ে পূর্ব শক্রতার জের ধরে এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের শিশুর নাম আব্দুল্লাহ (৩)। বুধবার (২১ জানুয়ারি) বেলা ২ টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আব্দুল্লাহ দক্ষিণ সোনাপাহাড় গ্রামের নুরুল আলম রাসেলের ছেলে।
পরিবারের অভিযোগ স্থানীয় দ্বীন ইসলামের সাথে দীর্ঘদিন ধরে তাদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার জায়গা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের দ্বীন ইসলাম শিশু আব্দুলাহকে আছাড় মেরে হত্যা করে।
নিহতের দাদি অভিযোগ করেন, দ্বীন ইসলামের সাথে তাদের প্রায় ১৫ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার জায়গা নিয়ে ঝগড়ার সময় দ্বীন ইসলাম আব্দুল্লাহর মা রূপা আক্তারকে মারধর করে। আব্দুল্লাহ’র মা প্রান বাঁচাতে ঘরে ঢুকে পড়ে। এসময় দীন ইসলাম আব্দুল্লাহকে সামনে পেয়ে আছাড় দেয়। আছাড় দেয়ার পর আব্দুল্লাহকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ঘটনার পরপরই দ্বীন ইসলাম পালিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, শিশু আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শু/সবা






















