০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফরে রয়েছেন। সেখান থেকেই তিনি দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম ও রাজনৈতিক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) বিএনপি তাদের নির্বাচনী থিম সং প্রকাশ করে। একইসঙ্গে দলটি নতুন রাজনৈতিক পরিকল্পনা ও আসন্ন নির্বাচনের ইশতেহারের রূপরেখা প্রণয়নের কাজ শুরু করেছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এবারের নির্বাচনী ইশতেহারের মূল ভিত্তি হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘১৯ দফা’ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’।

 

রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত বিএনপির নির্বাচনী থিম সং উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং নির্বাচনী কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।

‘ভোট দিবো কিসে; ধানের শীষ’, ‘সবার আগে বাংলাদেশ’সহ দলের একাধিক জনপ্রিয় নির্বাচনী স্লোগানকে একত্র করে এই থিম সংটি তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রনের বন্ধন অত্যন্ত দৃঢ়, তেমনি আমরা একটি দৃঢ় রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি—বাংলাদেশি জাতীয়তাবাদ। যার প্রতীক হলো ধানের শীষ।’

তিনি আরও বলেন, ‘ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি গ্রামবাংলার মানুষের জীবন, সংস্কৃতি ও স্বপ্নের প্রতীক হয়ে উঠেছে।’ নানা বিধি-নিষেধ ও কঠোর নিয়মের কারণে পাড়া-মহল্লার আগের নির্বাচনী উৎসব অনেকটাই কমে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা আবারও ফিরে আসবে।’

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ‘ধানের শীষ প্রতীক শেখ হাসিনাও মুছে দিতে পারেননি, আর কেউ পারবেও না। এই প্রতীক মানুষের হৃদয়ে হৃদয়ে মিশে আছে।’

এমআর/সব

জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

আপডেট সময় : ১২:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফরে রয়েছেন। সেখান থেকেই তিনি দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম ও রাজনৈতিক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) বিএনপি তাদের নির্বাচনী থিম সং প্রকাশ করে। একইসঙ্গে দলটি নতুন রাজনৈতিক পরিকল্পনা ও আসন্ন নির্বাচনের ইশতেহারের রূপরেখা প্রণয়নের কাজ শুরু করেছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এবারের নির্বাচনী ইশতেহারের মূল ভিত্তি হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘১৯ দফা’ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’।

 

রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত বিএনপির নির্বাচনী থিম সং উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং নির্বাচনী কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।

‘ভোট দিবো কিসে; ধানের শীষ’, ‘সবার আগে বাংলাদেশ’সহ দলের একাধিক জনপ্রিয় নির্বাচনী স্লোগানকে একত্র করে এই থিম সংটি তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রনের বন্ধন অত্যন্ত দৃঢ়, তেমনি আমরা একটি দৃঢ় রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি—বাংলাদেশি জাতীয়তাবাদ। যার প্রতীক হলো ধানের শীষ।’

তিনি আরও বলেন, ‘ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি গ্রামবাংলার মানুষের জীবন, সংস্কৃতি ও স্বপ্নের প্রতীক হয়ে উঠেছে।’ নানা বিধি-নিষেধ ও কঠোর নিয়মের কারণে পাড়া-মহল্লার আগের নির্বাচনী উৎসব অনেকটাই কমে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা আবারও ফিরে আসবে।’

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ‘ধানের শীষ প্রতীক শেখ হাসিনাও মুছে দিতে পারেননি, আর কেউ পারবেও না। এই প্রতীক মানুষের হৃদয়ে হৃদয়ে মিশে আছে।’

এমআর/সব