০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বুধবার (২১ জানুয়ারি) শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে শাহাজাহান সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, সরকারি বিধি অনুযায়ী নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি সর্বোচ্চ ৩০২ টাকা নির্ধারিত থাকলেও ৬০০ টাকা আদায় করা হচ্ছে। একইভাবে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ফি সরকার নির্ধারিত সর্বোচ্চ ৫০০ টাকার পরিবর্তে এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা নেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন শ্রেণিতে সেশন ফি ও ভর্তির নামেও অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে, যা নীতিমালার লঙ্ঘন।
আরও অভিযোগ করা হয়, আদায়কৃত সেশন ফি ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ, বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়ম, চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জামিনে থাকা, বিদ্যালয়ের ভেতরে প্রাইভেট ও কোচিং বাণিজ্য পরিচালনা এবং প্রায় ৮০টি দোকানঘরের ভাড়ার টাকার স্বচ্ছ হিসাব না থাকার বিষয়গুলো শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এসব অনিয়মের কারণে প্রধান শিক্ষকের প্রায় দুই বছর ধরে বেতন বন্ধ রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী শাহাজাহান সরকার বলেন, এর আগেও এরকম বিষয়ে সংবাদ প্রকাশ হলেও অনিয়ম বন্ধ হয়নি। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে এ অর্থ নেওয়া হয়। তবে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, একটি কুচক্রি মহল অপপ্রচার চালাচ্ছে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )ও বিদ্যালয়ের সভাপতি মো. মাহামুদুল হাসান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। আগামী সোমবার কমিটির সভা ডেকে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় সংবাদ

নির্বাচনের আগে জনগণের পাশে বিএনপি একমাত্র দল

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

আপডেট সময় : ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বুধবার (২১ জানুয়ারি) শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে শাহাজাহান সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, সরকারি বিধি অনুযায়ী নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি সর্বোচ্চ ৩০২ টাকা নির্ধারিত থাকলেও ৬০০ টাকা আদায় করা হচ্ছে। একইভাবে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ফি সরকার নির্ধারিত সর্বোচ্চ ৫০০ টাকার পরিবর্তে এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা নেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন শ্রেণিতে সেশন ফি ও ভর্তির নামেও অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে, যা নীতিমালার লঙ্ঘন।
আরও অভিযোগ করা হয়, আদায়কৃত সেশন ফি ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ, বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়ম, চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জামিনে থাকা, বিদ্যালয়ের ভেতরে প্রাইভেট ও কোচিং বাণিজ্য পরিচালনা এবং প্রায় ৮০টি দোকানঘরের ভাড়ার টাকার স্বচ্ছ হিসাব না থাকার বিষয়গুলো শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এসব অনিয়মের কারণে প্রধান শিক্ষকের প্রায় দুই বছর ধরে বেতন বন্ধ রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী শাহাজাহান সরকার বলেন, এর আগেও এরকম বিষয়ে সংবাদ প্রকাশ হলেও অনিয়ম বন্ধ হয়নি। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে এ অর্থ নেওয়া হয়। তবে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, একটি কুচক্রি মহল অপপ্রচার চালাচ্ছে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )ও বিদ্যালয়ের সভাপতি মো. মাহামুদুল হাসান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। আগামী সোমবার কমিটির সভা ডেকে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।