০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে এসওএস-এর উদ্যোগে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এসওএস-এর উদ্যোগে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হলোখানা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগিতা করে হলোখানা সামাজিক যুব উন্নয়ন যুব সংগঠন।
বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল— “সোশ্যাল মিডিয়া উপকারের চেয়ে ক্ষতি বেশি”। প্রতিযোগিতায় পক্ষে অংশগ্রহণ করে হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অবস্থান করে হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেন ও ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ ছাড়াও এসওএস এর কর্মকর্তা মকলেছুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তীব্র প্রতিযোগিতাপূর্ণ বিতর্ক শেষে বিচারকদের রায়ে বিজয়ী হয় হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। একই বিদ্যালয়ের দলনেতা শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, বিচারক ও দর্শকরা এসওএস-এর এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে, ভয়-ভীতি দূর করবে এবং বিতর্কসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহ সৃষ্টি করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্বগুণ বিকাশের সুযোগ সৃষ্টি হবে।

শিক্ষার্থীরা জানান, এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে তারা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে এবং ভবিষ্যতে এসওএস-এর পক্ষ থেকে আরও নতুন নতুন আয়োজনের প্রত্যাশা করেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

নির্বাচনের আগে জনগণের পাশে বিএনপি একমাত্র দল

কুড়িগ্রামে এসওএস-এর উদ্যোগে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

এসওএস-এর উদ্যোগে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হলোখানা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগিতা করে হলোখানা সামাজিক যুব উন্নয়ন যুব সংগঠন।
বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল— “সোশ্যাল মিডিয়া উপকারের চেয়ে ক্ষতি বেশি”। প্রতিযোগিতায় পক্ষে অংশগ্রহণ করে হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অবস্থান করে হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেন ও ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ ছাড়াও এসওএস এর কর্মকর্তা মকলেছুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তীব্র প্রতিযোগিতাপূর্ণ বিতর্ক শেষে বিচারকদের রায়ে বিজয়ী হয় হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। একই বিদ্যালয়ের দলনেতা শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, বিচারক ও দর্শকরা এসওএস-এর এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে, ভয়-ভীতি দূর করবে এবং বিতর্কসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহ সৃষ্টি করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্বগুণ বিকাশের সুযোগ সৃষ্টি হবে।

শিক্ষার্থীরা জানান, এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে তারা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে এবং ভবিষ্যতে এসওএস-এর পক্ষ থেকে আরও নতুন নতুন আয়োজনের প্রত্যাশা করেন।

শু/সবা