ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ সাইফ উদ্দিন শিপন বলেছেন, নির্বাচিত হলে দাগনভূঞা ও সোনাগাজীতে এমন কিছু উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন করবেন, যা আগে কেউ করেনি।
সোমবার দাগনভূঞা বাজারে হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসংযোগ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করে এবং মানুষের কল্যাণেই রাজনীতি করে। এ সময় তিনি শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত ইসলামিক সমাজ গঠনের লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসংযোগে ইসলামী আন্দোলনের স্থানীয় নেতা-কর্মী, যুব ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শু/সবা
























