লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত সিএনজি অটো রিকশা শ্রমিক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের জেরিন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা সিএনজি অটো রিকশা শ্রমিক দলের সভাপতি সাবেক ছাত্রনেতা মনির আহমেদ রাজন। সাধারণ সম্পাদক হানিফ স্বপন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরু,সিনিয়ার সহ সভাপতি আব্দুর রহমান স্বপন,সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ।
কার্যকরী সদস্য জাকির হোসেন বাবুল,সদস্য সুজন,সুমন,রাব্বি,মিলন,আলম, সাইফুল প্রমুখ।
সদস্য সুজন
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন সবুজ। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা সোলেমান, শ্রমিক নেতা বাবুল হোসেনসহ বিভিন্ন বাজার ও পেশাজীবী শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সিএনজি অটো রিকশা শ্রমিকদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
সভায় জেলা ও ইউনিয়ন পর্যায়ের সিএনজি অটো রিকশা শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শু/সবা
























