০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমে টানে জামালপুরে চীনা নাগরিক

ফেসবুকে পরিচয়, সম্পর্ক এবং প্রেম গড়ে উঠে জামালপুরের মেয়ে মিম এর সাথে চায়না এক যুবকের সাথে। এই প্রেমের টানে সুদূর চীন থেকে চলে এলেন যুবক। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয় । বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন হয়ে পড়েন।

ঘটনাটি গত সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জামালপুর সদর উপজেলার ৮নং বাঁশচড়া ইউনিয়নের ভাটি জামিরা গ্রামে। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটি জামিরা গ্রামের ডালিমের মেয়ে মীম এর সঙ্গে ওই চীনা যুবকের পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পরিচয়ের পর নিয়মিত কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

স্থানীয়রা আরও জানান, মাত্র এক মাসের মধ্যেই প্রেমের টানে ওই যুবক বাংলাদেশে এসে সরাসরি মীমের গ্রামের বাড়িতে পৌঁছান। বিদেশি নাগরিকের হঠাৎ আগমনে এলাকায় কৌতূহল ও আলোচনা শুরু হয়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, চীনা যুবক ইংরেজি ও ভাঙা বাংলা ভাষায় যোগাযোগ করেন। তিনি জানান, মীমের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং তাকে দেখতেই তিনি বাংলাদেশে এসেছেন।

স্থানীয়দের মতে, প্রযুক্তির সহজলভ্যতার ফলে সম্পর্ক গড়ে উঠলেও এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।ঘটনাটি বর্তমানে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মীমের পরিবার জানায়, বিষয়টি তাদের জন্য অপ্রত্যাশিত হলেও মেয়ের ভবিষ্যৎ ও নিরাপত্তার কথা বিবেচনা করে তারা আইনগত দিকগুলো দেখছেন।

 

শু/সবা

জনপ্রিয় সংবাদ

নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান সেনাপ্রধানের

প্রেমে টানে জামালপুরে চীনা নাগরিক

আপডেট সময় : ০৫:৪৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ফেসবুকে পরিচয়, সম্পর্ক এবং প্রেম গড়ে উঠে জামালপুরের মেয়ে মিম এর সাথে চায়না এক যুবকের সাথে। এই প্রেমের টানে সুদূর চীন থেকে চলে এলেন যুবক। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয় । বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন হয়ে পড়েন।

ঘটনাটি গত সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জামালপুর সদর উপজেলার ৮নং বাঁশচড়া ইউনিয়নের ভাটি জামিরা গ্রামে। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটি জামিরা গ্রামের ডালিমের মেয়ে মীম এর সঙ্গে ওই চীনা যুবকের পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পরিচয়ের পর নিয়মিত কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

স্থানীয়রা আরও জানান, মাত্র এক মাসের মধ্যেই প্রেমের টানে ওই যুবক বাংলাদেশে এসে সরাসরি মীমের গ্রামের বাড়িতে পৌঁছান। বিদেশি নাগরিকের হঠাৎ আগমনে এলাকায় কৌতূহল ও আলোচনা শুরু হয়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, চীনা যুবক ইংরেজি ও ভাঙা বাংলা ভাষায় যোগাযোগ করেন। তিনি জানান, মীমের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং তাকে দেখতেই তিনি বাংলাদেশে এসেছেন।

স্থানীয়দের মতে, প্রযুক্তির সহজলভ্যতার ফলে সম্পর্ক গড়ে উঠলেও এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।ঘটনাটি বর্তমানে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মীমের পরিবার জানায়, বিষয়টি তাদের জন্য অপ্রত্যাশিত হলেও মেয়ের ভবিষ্যৎ ও নিরাপত্তার কথা বিবেচনা করে তারা আইনগত দিকগুলো দেখছেন।

 

শু/সবা