লালমনিরহাটের হাতীবান্ধায় ভূট্টা ক্ষেত থেকে নুর আলম নুর নামে এক যুবককে হাত পা বাঁধা ও মুখে কিছুটা রক্তাক্ত এবং অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের বিছনদই এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। নুর আলম নুর একই উপজেলার নওদাবাস ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওমান প্রবাসী লাভলু মিয়ার ছেলে বলে জানা যায়।
জানা গেছে, নুর আলম নুর পেশায় একজন ব্যবসায়ী এবং বিভিন্ন কোম্পানির মালামাল কমিশনের মাধ্যমে বিক্রি করেন। সে তার ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে জানাযায়। পথিমধ্যে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের বিছনদই এলাকায় হত্যার উদ্দেশ্যে কয়েকজন দূর্বৃত্ত তার উপর হামলা চালায়। সে সময় নুর আলম নুরের আত্ম চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তাকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
স্থানীয়রা ভুট্টা খেতে পড়ে থাকা নুর আলমের পাশে এসিড, পেট্রোল, রশি সহ দেশীয় অস্ত্র দেখতে পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমান্যুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়,এখন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
শু/সবা




















