০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার শেহরা তলী এলাকা থেকে শেখ ফরিদ (কানা) নামের হত্যা মামলা সহ একাধিক মামলার আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শেখ ফরিদ(কানা) দক্ষিণ কালিনগর এলাকার মৃত আঃ সামাদের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ওই আসামিকে আটক করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি নালিতাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার অন্যতম অভিযুক্ত।
থানা সূত্র জানায়, গত ৭ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে নালিতাবাড়ী থানাধীন দক্ষিণ কালিনগর গ্রামস্থ দুধোয়া নদীর ব্রিজের ওপর পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন মো. দেলোয়ার হোসেনসহ একাধিক ব্যক্তি। পরে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার হোসেনকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার শেহরা তলী এলাকা থেকে শেখ ফরিদ (কানা) নামের হত্যা মামলা সহ একাধিক মামলার আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শেখ ফরিদ(কানা) দক্ষিণ কালিনগর এলাকার মৃত আঃ সামাদের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ওই আসামিকে আটক করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি নালিতাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার অন্যতম অভিযুক্ত।
থানা সূত্র জানায়, গত ৭ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে নালিতাবাড়ী থানাধীন দক্ষিণ কালিনগর গ্রামস্থ দুধোয়া নদীর ব্রিজের ওপর পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন মো. দেলোয়ার হোসেনসহ একাধিক ব্যক্তি। পরে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার হোসেনকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শু/সবা