১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা ১০ আসনে মোবাশ্বের আলমকে ধানের শীষ প্রতীক বরাদ্দ

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান এই প্রতীক বরাদ্দ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান। তিনি বলেন, হাইকোর্টের আদেশ ও দলীয় প্রত্যয়ন পাওয়ায় মোবাশ্বের আলম ভূইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কুমিল্লা-১০ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া। দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। বাতিলের বিরুদ্ধে রিট করলে সেই রিটও খারিজ করে দেওয়া হয়।

ওই আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কেনেন মোবাশ্বের আলম ভূইয়া। তিনি তার হলফনামায় বিএনপির মনোনীত প্রার্থী উল্লেখ করে মনোনয়ন জমা দিলে দলীয় মনোনয়নের চিঠি জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। রোববার (২৫ জানুয়ারি) মোবাশ্বের আলম ভূইয়া হাইকোর্টে দলীয় মনোনয়নের চিঠি জমা দিলে হাইকোর্ট তার মনোনয়ন বৈধ এবং তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ দেন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইয়াসিন আরাফাত।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা ১০ আসনে মোবাশ্বের আলমকে ধানের শীষ প্রতীক বরাদ্দ

আপডেট সময় : ০৯:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান এই প্রতীক বরাদ্দ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান। তিনি বলেন, হাইকোর্টের আদেশ ও দলীয় প্রত্যয়ন পাওয়ায় মোবাশ্বের আলম ভূইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কুমিল্লা-১০ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া। দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। বাতিলের বিরুদ্ধে রিট করলে সেই রিটও খারিজ করে দেওয়া হয়।

ওই আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কেনেন মোবাশ্বের আলম ভূইয়া। তিনি তার হলফনামায় বিএনপির মনোনীত প্রার্থী উল্লেখ করে মনোনয়ন জমা দিলে দলীয় মনোনয়নের চিঠি জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। রোববার (২৫ জানুয়ারি) মোবাশ্বের আলম ভূইয়া হাইকোর্টে দলীয় মনোনয়নের চিঠি জমা দিলে হাইকোর্ট তার মনোনয়ন বৈধ এবং তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ দেন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইয়াসিন আরাফাত।

এমআর/সবা