১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্দেশে এবং ওই দলের চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকার ফকিরাপুল মোড়ে পারাবাত হোটেলের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সকালে রাজধানীর হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, আপনারা যদি আওয়ামী লীগের কায়দায়, সন্ত্রাসী কায়দায় প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরাতে চান, তবে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কী? আপনারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য মঞ্চে জয় বাংলা স্লোগান দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণ সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।

এনসিপির আহ্বায়ক বলেন, ২০১৮ সালে আপনারা মাঠে নামতে পারেননি, ২০২৩ সালের ২৮ অক্টোবর তিন মিনিটও দাঁড়াতে পারেননি। তখন আমরা আপনাদের সহানুভূতি জানিয়েছি। কিন্তু এখন আপনারা সমালোচনা সইতে পারছেন না।

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আপনারা বেয়াদব বলছেন, কিন্তু ১২ ফেব্রুয়ারি জনগণই ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবে—কে বেয়াদব আর কে গ্যাংস্টার।
যদি আঘাত হয়, তাহলে পাল্টা আঘাত আসবে হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, একদলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের ওপরেও ডিম পড়বে। আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না। তবে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তবে আমাদের যা করণীয় আমরা তাই করব।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন, এটা আমরা বাংলাদেশে হতে দেব না। আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি, আমরা দেখতে চাই এটার ব্যবস্থা তারা কী নেয়। কলেজ প্রশাসন এটার কী ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে এটার কী ব্যবস্থা নেয়। এরপরে বাকি জবাব আমরা জনগণকে নিয়ে ১২ ফেব্রুয়ারির ইলেকশনে দেব।

সংবাদ সম্মেলনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকে পরিকল্পিতভাবে আমাদের হামলা করা হয়েছে।

ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা করেছেন। মির্জা আব্বাসের ভাগ্নে নেতৃত্ব দিয়েছেন। তাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিকট আহ্বান করবো, মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করুন।

সকালের ঘটনাটি প্রসঙ্গে এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, হাবীবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করে।

এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটে।

আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ

আপডেট সময় : ০৫:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্দেশে এবং ওই দলের চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকার ফকিরাপুল মোড়ে পারাবাত হোটেলের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সকালে রাজধানীর হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, আপনারা যদি আওয়ামী লীগের কায়দায়, সন্ত্রাসী কায়দায় প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরাতে চান, তবে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কী? আপনারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য মঞ্চে জয় বাংলা স্লোগান দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণ সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।

এনসিপির আহ্বায়ক বলেন, ২০১৮ সালে আপনারা মাঠে নামতে পারেননি, ২০২৩ সালের ২৮ অক্টোবর তিন মিনিটও দাঁড়াতে পারেননি। তখন আমরা আপনাদের সহানুভূতি জানিয়েছি। কিন্তু এখন আপনারা সমালোচনা সইতে পারছেন না।

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আপনারা বেয়াদব বলছেন, কিন্তু ১২ ফেব্রুয়ারি জনগণই ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবে—কে বেয়াদব আর কে গ্যাংস্টার।
যদি আঘাত হয়, তাহলে পাল্টা আঘাত আসবে হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, একদলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের ওপরেও ডিম পড়বে। আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না। তবে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তবে আমাদের যা করণীয় আমরা তাই করব।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন, এটা আমরা বাংলাদেশে হতে দেব না। আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি, আমরা দেখতে চাই এটার ব্যবস্থা তারা কী নেয়। কলেজ প্রশাসন এটার কী ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে এটার কী ব্যবস্থা নেয়। এরপরে বাকি জবাব আমরা জনগণকে নিয়ে ১২ ফেব্রুয়ারির ইলেকশনে দেব।

সংবাদ সম্মেলনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকে পরিকল্পিতভাবে আমাদের হামলা করা হয়েছে।

ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা করেছেন। মির্জা আব্বাসের ভাগ্নে নেতৃত্ব দিয়েছেন। তাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিকট আহ্বান করবো, মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করুন।

সকালের ঘটনাটি প্রসঙ্গে এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, হাবীবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করে।

এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটে।

আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এমআর/সবা