০১:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরজুড়ে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য।

রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই চট্টগ্রাম মহানগর ও আশপাশের জেলা-উপজেলা থেকে দলে দলে নেতা-কর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে ভাষণ দিবেন।

ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো পলোগ্রাউন্ড এলাকা। নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ সমাবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। মাঠজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ ও নির্বাচনি উদ্দীপনা।

বিএনপির নেতারা বলছেন, এই বিশাল উপস্থিতি জনসমর্থনের প্রতিফলন। পলোগ্রাউন্ডের সমাবেশের মাধ্যমে নির্বাচনি মাঠে শক্ত বার্তা যাবে এবং আগামী দিনের রাজনৈতিক পথচলায় নতুন গতি সঞ্চার হবে। কর্মীদেরও প্রত্যাশা, এই সমাবেশ চট্টগ্রামের রাজনৈতিক পরিবেশকে আরও চাঙা করবে।

 

দলীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ জানুয়ারি) সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তরুণদের সঙ্গে পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে সমাবেশস্থলে। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে বিভক্ত করা হয়েছে-রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন। মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিকদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে এবং নারীদের জন্য থাকবে আলাদা ব্লক।

পুরো পলোগ্রাউন্ড মাঠকে গ্রিন জোন হিসেবে রাখা হয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী। শুধু দলের নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নেবেন। জনসমাবেশ ঘিরে চট্টগ্রামজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মানুষের ঢল নামবে পলোগ্রাউন্ড মাঠে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলে থাকা ২ বন্ধুর

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আপডেট সময় : ১০:৫৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরজুড়ে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য।

রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই চট্টগ্রাম মহানগর ও আশপাশের জেলা-উপজেলা থেকে দলে দলে নেতা-কর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে ভাষণ দিবেন।

ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো পলোগ্রাউন্ড এলাকা। নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ সমাবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। মাঠজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ ও নির্বাচনি উদ্দীপনা।

বিএনপির নেতারা বলছেন, এই বিশাল উপস্থিতি জনসমর্থনের প্রতিফলন। পলোগ্রাউন্ডের সমাবেশের মাধ্যমে নির্বাচনি মাঠে শক্ত বার্তা যাবে এবং আগামী দিনের রাজনৈতিক পথচলায় নতুন গতি সঞ্চার হবে। কর্মীদেরও প্রত্যাশা, এই সমাবেশ চট্টগ্রামের রাজনৈতিক পরিবেশকে আরও চাঙা করবে।

 

দলীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ জানুয়ারি) সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তরুণদের সঙ্গে পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে সমাবেশস্থলে। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে বিভক্ত করা হয়েছে-রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন। মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিকদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে এবং নারীদের জন্য থাকবে আলাদা ব্লক।

পুরো পলোগ্রাউন্ড মাঠকে গ্রিন জোন হিসেবে রাখা হয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী। শুধু দলের নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নেবেন। জনসমাবেশ ঘিরে চট্টগ্রামজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মানুষের ঢল নামবে পলোগ্রাউন্ড মাঠে।

এমআর/সবা