১০ বছর পর নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে নৌকার মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেত্রী সোনারগাঁ বাসিকে মূল্যায়ন করেছেন। আমরা সকলে মিলে এই আসনটি পুনঃ উদ্ধর করে বিপুল ভোটের ব্যবধানে নেত্রী উপহার দিতে চাই।
বুধবার বিকালে উপজেলার মোগড়াপাড়া সরকারী বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এসব কথা বলেন। ‘তিনি আরো বলেন সুযোগ বারবার আসেনা, বারবার সুযোগ হাতছাড়া করা যায় না।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকার মনোনিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, হাজী মো. সোহাগ রনি, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
























