০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ যথাযথ হয়নি- ইউজিসি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগে অনিয়মের অভিযোগ যথাযথ হয়নি। প্রমাণকসহ ১০ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা চেয়ে অভিযোগকারী শিক্ষক তাবিউর রহমান প্রধানকে চিঠি দিয়েছে বাংলাদেশ বিশ্বিবদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
গত ১৪ ডিসেম্বর পাবলিব বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক গোলাম দস্তগীর ও সহকারী পরিচালক মোহাম্মদ নুর ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এর ব্যখ্যা চাওয়া হয়।
এ সংক্রান্ত একটি চিঠি আজ বুধবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের হাতে এসেছে।
চিঠিতে তাবিউর রহমানকে বলা হয়, আপনার উপস্থাপিত লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগে অনিয়মের অভিযোগ যথাযথ হয়নি। দালিলিক প্রমাণক সহ অভিযোগকারী হিসেবে আপনার দফাওয়ারী লিখিত বক্তব্য ১০ কর্ম দিবসের মধ্যে নিজ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে। নির্ধারিত সময়ে কাগজপত্রসহ আপনার লিখিত বক্তব্য পাওয়া না গেলে উত্থাপিত অভিযোগ আমলে নেয়া হবে না।
এর আগে শিক্ষক তাবিউর রহমান লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগের ব্যাপারে ইউজিসিতে অভিযোগ দিলে ইউজিসি নিয়োগ স্থগিত করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর ব্যাখ্যা দিতে বলা হয়। অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাখ্যা দেয়। পরবর্তীতে অভিযোগ যথাযথ ও প্রমাণিত না হওয়ায় ইউজিসি নিয়োগ স্থগিতাদেশ প্রত্যাহার করলে নিয়োগ সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জনপ্রিয় সংবাদ

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

বেরোবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ যথাযথ হয়নি- ইউজিসি

আপডেট সময় : ০৫:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগে অনিয়মের অভিযোগ যথাযথ হয়নি। প্রমাণকসহ ১০ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা চেয়ে অভিযোগকারী শিক্ষক তাবিউর রহমান প্রধানকে চিঠি দিয়েছে বাংলাদেশ বিশ্বিবদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
গত ১৪ ডিসেম্বর পাবলিব বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক গোলাম দস্তগীর ও সহকারী পরিচালক মোহাম্মদ নুর ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এর ব্যখ্যা চাওয়া হয়।
এ সংক্রান্ত একটি চিঠি আজ বুধবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের হাতে এসেছে।
চিঠিতে তাবিউর রহমানকে বলা হয়, আপনার উপস্থাপিত লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগে অনিয়মের অভিযোগ যথাযথ হয়নি। দালিলিক প্রমাণক সহ অভিযোগকারী হিসেবে আপনার দফাওয়ারী লিখিত বক্তব্য ১০ কর্ম দিবসের মধ্যে নিজ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে। নির্ধারিত সময়ে কাগজপত্রসহ আপনার লিখিত বক্তব্য পাওয়া না গেলে উত্থাপিত অভিযোগ আমলে নেয়া হবে না।
এর আগে শিক্ষক তাবিউর রহমান লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগের ব্যাপারে ইউজিসিতে অভিযোগ দিলে ইউজিসি নিয়োগ স্থগিত করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর ব্যাখ্যা দিতে বলা হয়। অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাখ্যা দেয়। পরবর্তীতে অভিযোগ যথাযথ ও প্রমাণিত না হওয়ায় ইউজিসি নিয়োগ স্থগিতাদেশ প্রত্যাহার করলে নিয়োগ সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।