০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচারের দাবিতে বেরোবিতে বিক্ষোভ মিছিল

শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি আবু সাঈদ গেটে গিয়ে শেষ হয়।
ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নির্বাচনের আগেই শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগানে দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ধরেন।
বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত ছিল শহীদদের হত্যার বিচার নিশ্চিত করা। কিন্তু এখনো আমরা দেখছি আবু সাঈদ হত্যার বিচার সম্পন্ন হয়নি। যে শহীদ হাদি নিজেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি তুলেছিলেন, তার মৃত্যুর ২৯ দিন পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। আমরা অবিলম্বে এই হত্যার বিচার চাই।”
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন,“হাদি ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার হবে—এমন প্রত্যাশা আমাদের ছিল। কিন্তু শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। এক মাসের মধ্যে বিচার সম্পন্নের দাবি জানালেও সরকার আমাদের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে ব্যর্থ হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করার দাবি জানাচ্ছি।”
এ সময় ইয়ামিন ইসলাম বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের প্রতি চরম অবহেলা দেখাচ্ছে। ক্ষমতায় বসেই জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং আন্দোলনের নেতাদের নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব ছিল। কিন্তু তারা উভয় ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। আমরা দাবি করছি, হাদি ভাইয়ের খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”
আরেক বক্তা বাইজিদ শিকদার বলেন, “হাদি ভাই সবসময় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্যবাদী শক্তির যোগসাজশে তাকে হত্যা করা হয়েছে। আমরা চাই, খুনিদের দেশে এনে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক।”
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

বিপিএলে শেষের নাটকীয়তার পর ৫ রানে জিতল রাজশাহী

হাদি হত্যার বিচারের দাবিতে বেরোবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৪:২৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি আবু সাঈদ গেটে গিয়ে শেষ হয়।
ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নির্বাচনের আগেই শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগানে দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ধরেন।
বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত ছিল শহীদদের হত্যার বিচার নিশ্চিত করা। কিন্তু এখনো আমরা দেখছি আবু সাঈদ হত্যার বিচার সম্পন্ন হয়নি। যে শহীদ হাদি নিজেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি তুলেছিলেন, তার মৃত্যুর ২৯ দিন পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। আমরা অবিলম্বে এই হত্যার বিচার চাই।”
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন,“হাদি ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার হবে—এমন প্রত্যাশা আমাদের ছিল। কিন্তু শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। এক মাসের মধ্যে বিচার সম্পন্নের দাবি জানালেও সরকার আমাদের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে ব্যর্থ হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করার দাবি জানাচ্ছি।”
এ সময় ইয়ামিন ইসলাম বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের প্রতি চরম অবহেলা দেখাচ্ছে। ক্ষমতায় বসেই জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং আন্দোলনের নেতাদের নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব ছিল। কিন্তু তারা উভয় ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। আমরা দাবি করছি, হাদি ভাইয়ের খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”
আরেক বক্তা বাইজিদ শিকদার বলেন, “হাদি ভাই সবসময় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্যবাদী শক্তির যোগসাজশে তাকে হত্যা করা হয়েছে। আমরা চাই, খুনিদের দেশে এনে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক।”
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে।
শু/সবা