সিলেটের ওসমানীনগরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার সময় উপজেলার গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের সূচনা করেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুক হকের সভাপতিত্বে এবং শিক্ষক আনোয়ার হোসেনর সঞ্চালনায় বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তর্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলাউর রহমান আলা, মন্নান বক্স, আব্দুল মন্নান ও সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফ আলী প্রমূখ। এরপর উপজেলা চেয়ারম্যান তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাজপুর মঙ্গল চন্ডী নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে প্রাথমিক পর্যায়ের ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫ হাজার , মাধ্যমিক পর্যায়ে ১১হাজার ৩৭৩, দাখিল পর্যায়ে ৪হাজার ৪০১ এবং এবতেদায়ী পর্যায়ে ৩হাজার ৫১৪ শিক্ষার্থীকে নতুন বই প্রদান করা হচ্ছে।


























