সিরাজগঞ্জের উল্লাপাড়ার নলকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (৬ জানুয়ারী) ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নলকা এলাকায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ ওয়াদুদ জানান, ঢাকা থেকে বগুড়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৯৭) বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করিয়ে ঠিক করার চেষ্টা করছিলো। এসময় ৬-৭ জন মুখোশধারী লোক এসে চালক ও হেলপারকে ভয়ভীতি দেখিয়ে গাড়ির কেবিনে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে হেলপার ও চালক ভয় পেয়ে গাড়ি থেকে নেমে যায়। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গাড়িটির সামনের কেবিনের অংশ পুড়ে যায়। এই অগ্নিসংযোগের সাথে জারাই জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।
শিরোনাম
সিরাজগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন
-
সিরাজগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় : ০১:৫৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- ।
- 79
জনপ্রিয় সংবাদ






















