রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরুর পর প্রেস ব্রিফিং-এ এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবর রহমান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, পরীক্ষার দিন ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় প্রায় ২০০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ট্রাফিক পুলিশরা যান চলাচল নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছেন এবং পরীক্ষার হলগুলোর গেটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ পাহারারত অবস্থায় আছেন।
এছাড়াও পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন প্রায় ৩০০ জন বিএনসিসি, রোভার স্কাউটস ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্য। পরীক্ষার্থীদের যেকোনো ধরনের ভোগান্তি বা বিশৃঙ্খলা রোধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সব পরীক্ষাকেন্দ্রে মোবাইল ডিউটিতে নিয়োজিত রয়েছে।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে মাঠে রয়েছেন প্রায় ৫০ জন গোয়েন্দা সংস্থার সদস্য। প্রশ্নফাঁস, প্রক্সি বা যেকোনো গোপন অনিয়মের মতো ঘটনা শনাক্ত ও যাচাইয়ের জন্য তারা নজরদারি করছেন।
সব মিলিয়ে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় ৪০০ জন কর্মী ভর্তি পরীক্ষাকালীন সময়জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।
প্রক্টরিয়াল টিম জানায়, ক্যাম্পাসের বাইরে অবস্থিত অন্যান্য পরীক্ষাকেন্দ্রগুলোর দায়িত্বও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা নিজ নিজ কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরীক্ষা আয়োজনই তাদের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, আজ শুক্রবার (১৬ জানুয়ারি) রাবি ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবার ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে শেষ হবে রাবির ভর্তি পরীক্ষা।
শু/সবা






















