বন্দরনগরী চট্টগ্রাম-১১ আসনের বন্দর থানার ধোপপুল এলাকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যালয়টি ওই আসনের ৭০ নম্বর ভোটকেন্দ্র। এখানে মোট ভোটার ৩ হাজার ২৯২ জন। এর মধ্যে ১ হাজার ৬২৫ জন পুরুষ এবং ১ হাজার ৬৬৭ জন মহিলা।
আজ শনিবার (৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে বিদ্যালয়ের নিচতলায় প্রধান শিক্ষকের রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শামীম সবুজ বাংলাকে জানান, আগুনের খবর পেয়ে ভোর ৫টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পোঁছে। সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রধান শিক্ষকের রুমে থাকা নতুন বইসহ আনুমানিক ৫০ হাজার টাকার জিনিসপত্র পুড়ে যায়। তবে আগুনে ভোটের সামগ্রীর কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরো জানান, আগুন লাগার কারণ সম্পর্কে এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যাবে।


























