কুষ্টিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে পুনরায় নির্বাচিত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ শুভেচ্ছা বিনিময় করেছেন৷
আজ সোমবার (৮ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার গণমাধ্যম কর্মীরা হানিফকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় হানিফ সবুজ বাংলাকে বলেন, ‘জনগণ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করেছে। তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। এর জন্য আমি জনগণকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই৷’
তিনি আরো বলেন, ‘নির্বাচনের দিনেও যারা হরতাল ডেকেছিল জনগণ তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। ওরা জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। ব্যালটের মাধ্যমে বাংলার জনগণ সমুচিত জবাব দিয়েছে৷’
এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি মিলন উল্লাহ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, আখতারুজ্জামান মৃধা পলাশ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, দপ্তর সম্পাদক এস, এম, ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার সম্পাদক এইচএম বেলাল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আক্তারুন নবী মনা, নির্বাহী সদস্য শ্যামলী খন্দকার, জাহিদুজ্জামান, মিলন খন্দকার, কালের কণ্ঠ স্টাফ রিপোর্টার তারিকুল হক, ইত্তেফাকের জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান মঞ্জু, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, দেশ টিভির স্টাফ রিপোর্টার নাহিদ হাসান তিতাস, বিটিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রুহুল আমিন বাবু, দৈনিক সবুজ বাংলার জেলা প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান, শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।























