মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মাসেতু করে দিতে হবে। একথা শুনে মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন দ্বিতীয় পদ্মাসেতু রাজবাড়ীতেই হবে। এছাড়াও যেসব জেলায় ট্রেন বন্ধ আছে বা আগে চালু ছিলো এখন সরিয়ে নেয়া হয়েছে সেসব জেলায় ট্রেন আবার চালু করা হবে। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সংবর্ধনায় এমন কথা বলেন বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম-এমপি।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে রেলপথ মন্ত্রীকে সংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সির সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের নব নিযুক্ত রেলপথ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জিল্লুল হাকিম -এমপি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, পাংশা উপজেলা আওয়ামী লীগ, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগ, কালুখালি উপজেলা আওয়ামী লীগ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় গোয়ালন্দের জনগন দাবি করেন দৌলতদিয়ায় নদীসাসনসহ গোয়ালন্দ থেকে মধুমতী ও যমুনা ট্রেন পুনরায় চালু করতে হবে।
রেলপথ মন্ত্রী দাবির প্রেক্ষিতে তার বক্তব্যে বলেন, দৌলতদিয়া পাটুরিয়া দ্বিতীয় পদ্মাসেতু হলে নদীসাসন এমনিতেই হয়ে যাবে।তাছাড়া যেসব ট্রেন বন্ধ হয়ে গিয়েছে তা আবার পুনরায় চালু করার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পূর্ণ মন্ত্রীত্ব প্রদান করে রাজবাড়ী জেলা বাসীকে সম্মানিত করেছেন। বিএনপি সরকার ক্ষমতায় থাকতে রাজবাড়ী জেলাসহ অনেক জেলায় রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছিলো।পরে আওয়ামী লীগ সরকার তা চালু করেছে। রাজবাড়ী জেলায় রেলের ওয়ার্কশপ নির্মাণের কাজ দ্রুতই শুরু হবে যা জেলাবাসীর জন্য অনেক বড় পাওয়া। খুব দ্রুতই সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ী জেলাতেও অনেক উন্নয়নমূলক কাজ শুরু হবে বলে তিনি জানান।






















